শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ফিফা র‌্যাংকিংয়ে পয়েন্ট বাড়লো বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬:০৭, ৩০ জুন ২০২৩

আপডেট: ০৬:০৮, ৩০ জুন ২০২৩

ফিফা র‌্যাংকিংয়ে পয়েন্ট বাড়লো বাংলাদেশের

 ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ফুটবল দলের ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে। ৮৮৯ দশমিক ৫ পয়েন্ট নিয়ে আগের অবস্থান ১৯২তম স্থানেই আছে বাংলাদেশ। আজ র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে ফিফা।

 গত ৬ এপ্রিল ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৮৮৩ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে ১৯২তমস্থানে ছিলো বাংলাদেশ।  
চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর সেমিতে উঠলো বাংলাদেশ।

 গ্রুপ পর্বে লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভূটানকে হারিয়ে সেমিতে উঠে বাংলাদেশ। দু’টি জয়ের সুবাদে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
বাংলাদেশের ঠিক উপরই থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১ দশমিক ১২।

 ১৮৪৩ দশমিক ৭৩ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট  ১৮৪৩ দশমিক ৫৪। ১৮২৮ দশমিক ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ব্রাজিল।

র‌্যাংকিংয়ে চতুর্থ থেকে দশমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।