শুক্রবার,

১৩ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ইউনুসের বিরুদ্ধে মামলার প্রত্যাহার দাবিই প্রমাণ করে বিএনপি আইন-আদালত মানে না : জাসদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০০, ৩১ আগস্ট ২০২৩

ইউনুসের বিরুদ্ধে মামলার প্রত্যাহার দাবিই প্রমাণ করে বিএনপি আইন-আদালত মানে না : জাসদ

 ড. ইউনুসের বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বিএনপি আবার প্রমাণ করলো তারা দেশের সংবিধান, আইন, আদালত কিছুই মানে না। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি  আজ এক বিবৃতিতে আরো বলেন,‘বিএনপি যুদ্ধাপরাধীদেরও বিচার বন্ধের দাবি করেছে এবং গোলাম আযম, সাঈদী, কাদের মোল্লা, নিজামী, মুজাহিদের মত চিন্থিত ও সর্বোচ্চ আদালাত কর্তৃক দন্ডিত  যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছে।’

বিবৃতিতে তারা বলেন যে সংবিধান লংঘণকারী, সশস্ত্রবাহিনীর চাকুরিবিধি লংঘণকারী, অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিনাবিচারে ও প্রহসনমুলক বিচারে কর্নেল তাহেরসহ শত শত সামরিক অফিসার ও সৈনিক হত্যাকারী, সামরিক শাসক জেনারেল জিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থ, সম্পদের অপব্যবহার করে গোয়েন্দা সংস্থাকে দিয়ে উপর থেকে চাপিয়ে দেয়া অস্বাভাবিক রাজনৈতিক দল বিএনপি’র দন্ডিত যুদ্ধাপরাধী, খুনি,অপরাধী, দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গাওয়াটাই স্বাভাবিক। তারা বলেন, অপরাধীদের পক্ষে সাফাই গাইতে গাইতে বিএনপি দলটিই অপরাধীদের দলে পরিনত হয়ে গিয়েছে।

পৃথিবীর সভ্য কোনো দেশেই সেই দেশের কোনো নাগরিক, তিনি যতই সম্মানীয় হোন না কেন, আইন ও বিচারের উর্ধে থাকতে পারেন না উল্লেখ করে জাসদ নেতৃবৃন্দ বলেন,  বিএনপি যখন ড. ইউনুসের বিরুদ্ধে চলমান সকল মামলা প্রত্যাহার করার দাবি করছে, তখন সমগ্র বিশ্ব দেখছে-  যুক্তরাষ্ট্রের গত মেয়াদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক আদালতে হাজিরা দিতে হচ্ছে এবং জেলখানা গিয়ে কয়েদি হিসাবে ছবি তুলতে, মাগ শট দিতে বাধ্য করা হচ্ছে।

জাসদ নেতৃবৃন্দ বলেন, ড. ইউনুসও সংবিধান ও আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থণের মৌলিক অধিকার চর্চা করছেন, উকিল নিয়োগ করেছেন এবং আদালত থেকে জামিন নিয়ে দেশে বিদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনুসের দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণের প্রতিকার চেয়ে মামলা প্রত্যাহার করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মৌলিক মানবাধিকার অস্বীকার ও লংঘিত হবে। এসব কিছু জেনেও বিএনপির একমুখে ড. ইউনুসের মামলা প্রত্যাহারের দাবি, আরেক মুখে মানবাধিকারের জন্য মায়াকান্না বিএনপি’র রাজনীতির ভন্ডামিরই প্রমাণ।