শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

"উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা" -শীর্ষক আলোচনা সভা আয়োজন

প্রকাশিত: ১১:০৯, ২৯ নভেম্বর ২০২৪

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর আয়োজনে ২৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দে রাজশাহী সরকারী কলেজ অডিটোরিয়াম-এ "উগ্রবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা" -শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রাজশাহী সরকারী কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দসহ ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কাউন্টার টেররিজম সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর হায়দার চৌধুরী, ডিআইজি, (প্রশাসন), এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জনাব মু. যহুর আলী, অধ্যক্ষ, রাজশাহী সরকারী কলেজ, প্রফেসর জনাব ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ, রাজশাহী সরকারী কলেজ, জনাব মোঃ নাবিদ কামাল শৈবাল, পুলিশ সুপার (অপারেশন্স) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী, জনাব মোঃ নাসির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সভায় সভাপতিত্ব করেন জনাব নাজমা সুলতানা হোসেন, অ্যাডিশনাল ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, বিভাগীয় কার্যালয়, রাজশাহী। 

সম্মানিত প্রধান অতিথিসহ অন্যান্য আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক পরিমÐলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ইতিহাস, বাংলাদেশের প্রেক্ষাপট, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিস্তার, প্রভাব এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। এছাড়া তাঁদের বক্তব্যে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ, বিশেষত এন্টি টেররিজম ইউনিটের নানামুখী পদক্ষেপ ও সাফল্যের কথা উঠে আসে। তাঁরা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলের অংশগ্রহণমূলক ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।