
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাজশাহী শাখার আয়োজনে রাজশাহীতে এক শরী’আহ্ পরিপালন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক রাজশাহী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান খালেকুজ্জামান। সভাপতি অত্যন্ত বিচক্ষণতা ভাবে গ্রাহকদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং প্রশংসার দাবি রাখেন। গ্রাহকরা আনন্দচিত্তে তা গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হেড অফিসের সিএসএএ ফাষ্ট এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও টিম লিডার ইনর্টানাল শরীআহ অডিট ডিভিশন মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রাজশাহী শাখা ফাষ্ট এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও বিনিয়োগ প্রধান বেলাল হোসেন। উপস্থিত ছিলেন রাজশাহী শাখা এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন এনামুল হক ও রাজশাহী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শাখা প্রধান খালেকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ।