শনিবার,

২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

যশোর আইটি পার্কে Open House Ceremony অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম লাইফস্টাইল ও বুটিক রিসোর্ট এর আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১২, ২৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ২২:১৪, ২৯ জানুয়ারি ২০২৩

যশোর আইটি পার্কে  Open House Ceremony অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম লাইফস্টাইল ও বুটিক রিসোর্ট এর আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু

২৬ জানুয়ারি ২০২৩ যশোর শহরের বেজপাড়ার নাজির সংকরপুর এলাকায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে (যশোর আইটি পার্ক) ‘Home, away from home’ ধারণাকে কেন্দ্র করে এক মনোজ্ঞ `Open House Ceremony’ অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রথম লাইফস্টাইল ও বুটিক রিসোর্ট’ আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় টেক সিটি এর ডাইরেক্টর আজমল হক আজিম স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খান প্রোপার্টিজ এর প্রতিষ্ঠাতা ও সিইও মাসুদুর খানকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় বক্তব্যে মাসুদুর খান হোটেলটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ও সেবাসমূহ সকলের মাঝে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসিনিক কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার, শিক্ষাবিদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও-ব্যাংক কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও নিউজ মিডিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ।

বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উক্ত Open House Ceremony অনুষ্ঠানটি সম্পন্ন হয়। খান প্রোপার্টিজ গ্রুপ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। খান প্রোপার্টিজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও মাসুদুর খানের নেতৃত্বে তার টিমের দীর্ঘ এক মাস এর কঠোর পরিশ্রমের মাধ্যমে যশোর আইটি পার্ক হোটেলটির বিভিন্ন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে বিভিন্ন সেবার উন্নয়ন করেছে। পাশাপাশি বিভিন্ন সেবা নতুন করে সংযুক্ত করেছে। সেগুলোর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা কাস্টমার সার্ভিস, রেস্টুরেন্ট সেবা, লবি, হেলথ ক্লাব, গিফট শপ, কফি সপ, ফটো গ্যালারী, বিজনেস সেন্টার, নামাযের ঘর, গেম জোন, কিড জোন, সু-বিশাল কনফারেন্স হল, পুরুষদের জন্য সেলুন, জিম সহ আরো অনেক সেবা। এছাড়াও সম্পূর্ণ হোটেলটির নতুন করে ইন্টেরিয়র ডিজাইন করেছে খান প্রোপার্টিজ গ্রুপ। এসকল সেবা এবং সুবিধাগুলো সকলের সামনে তুলে ধরার জন্যই মূলত হোটেলটির পক্ষ থেকে Open House Ceremony এর আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথিদের জন্য স্নাক্স, ডিনার, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই আগত অতিথিদের নিয়ে হোটেলটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ হোটেলটির বিভিন্ন অংশ এবং সেবাগুলো ঘুরে ঘুরে দেখানো হয়। এরপরে আমন্ত্রিত অতিথিদের সকলেই হোটেলের পক্ষ থেকে আইটি পার্কের কোর্টইয়াড এ আয়োজিত ডিনার উপভোগ করেন। ডিনার শেষে সকলেই র‌্যাফেল ড্র তে অংশগ্রহণ করেন। র‌্যাফেল ড্র তে দুইজন বিজয়ীকে হোটেলটির পক্ষ থেকে এক রাত এবং এক দিন হোটেলটিতে অবস্থানের ভাউচার উপহার দেয়া হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে অতিথি, আমন্ত্রিত শিল্পী এবং হোটেলটির কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন রূপকথা, জয়ী, সন্ধ্যা অধিকারী, রিমা, নোয়াব, আবিদ, অতিক সহ আরো অনেকে। সর্বশেষ হোটেলটির কর্মকর্তা ও কর্মচারীরা সকলে মিলে ‘আমরা করব জয়’ গানটি পরিবেশন করে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।