
শ্রীলঙ্কার পথে ঢাকা এয়ারপোর্টে উদ্দেশ্য ঈদের ছুটি কাটানো বাট নুতুন স্বাধীনতা নুতুন নুতুন অভিজ্ঞতা । তেমনি এক অভিজ্ঞতা আজ হল ঢাকা এয়ারপোর্টে
জীবনে প্রায় ১০০ বার দেশের বাইরে গেলেও কোনদিন ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট নিয়ে বড় অফিসারের কাছে যায়নি ।
আমার চারটা পাসপোর্ট ১৫ মিনিট ধরে চেক করে করে কত কিছু যে দেখলো এরপর কোন কুল কিনারা করতে না পেয়ে পাসপোর্ট গুলা নিয়ে চেয়ার হতে উঠে বলল আমার সাথে আসেন.
আমি বললাম সমস্যা কি আমাকে বলেন আমি সমাধান করে দিচ্ছি
উনি বলল আপনার পাসপোর্ট সমস্যা আছে আপনাকে স্যারের কাছে যেতে হবে
বললাম ১০০ বার দেশের বাইরে গেলাম বড় স্যার চিনলাম না আর আজ বড় স্যার চিনতে হবে । তে যাই চলেন । ভদ্র অফিসার আমাকে নিয়ে বড় স্যারের কাছে গিয়ে বলল স্যার ইনার তো মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম চিন ইন্ডিয়া সব দেশের সিল আছে কিন্তু কলম্বোর সিল নাই এখন কি করবো স্যার বলল সমস্যা নেই পাঠিয়ে দেন।
এরপর উনি চেয়ারে এসে বসলে বললাম আমকে কেন নিয়ে গেলেন আর এই সামান্য ব্যাপার কি আপনি জানেন না।
অফিসার আমাকে বলে দেশের নিয়ম চেঞ্জ হয়েছে আপনি জানেন না ।
এরপর বলাকা লাউঞ্জে ডিনার করতে বসেছি এক ভদ্রলোক বলল ভাই জীবনে ইউরোপ আমরিকা অস্ট্রেলিয়া সহ এমন কোন দেশ নাই যে গিয়েছি বাট আজ ইমিগ্রেশন পুলিশ আমি সহ আমার ফ্যামিলিকে যেভাবে জেরা করল তা টোটালি লজ্জাজনক ।
আমি বললাম এটাই নুতুন স্বাধীনতা প্রাণ খুলে উপভোগ করুন