শুক্রবার,

০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১০, ২০ আগস্ট ২০২৩

টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে  আলোচনা সভা

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদের টুঙ্গিপাড়া অডিটোরিয়ামে বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. এনামুল হক তালুকদার।

 বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম সাইফুল মতিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন, সহ-সভাপতি একরামুল কবির, সহ-সভাপতি আবুল কালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন খান, কোষাধ্যক্ষ বিনয় রায় প্রমুখ বক্তব্য রাখেন।

 শোক দিবসের আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এনামুল হক তালুকদার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শোকাবহ আগস্টের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 এরপর বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম সাইফুল মতিন টিপু ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাসের নেতৃত্বে সংগঠনের ৬শ’ সদস্য টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 পরে তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এর শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত এবং ফাতেহা পাঠ করেন। দোয়া-মোনাজাত শেষে বঙ্গবন্ধু উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের ৬শ’ সদস্য শোক শোভাযাত্রা সহকারে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ থেকে জেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনার সভায়স্থলে যান।
পরে তারা আলোচনা সভায় যোগ দেন।