বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বিপিএল: পরিস্থিতি বুঝে পাল্টাবে সিদ্ধান্ত- বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৩৫, ২২ জানুয়ারি ২০২২

বিপিএল: পরিস্থিতি বুঝে পাল্টাবে সিদ্ধান্ত- বিসিবি

বিপিএল(ছবি:সংগৃহীত)

যত দিন গড়াচ্ছে ততই ভয়াবহ রূপ নিচ্ছে করোনাভাইরাস প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ভাইরাসটির দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রনে টালমাটাল গোটা দেশ এমন পরিস্থিতিতে আজ (শুক্রবার) বেশ শক্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনার এই উচ্চ সংক্রমণ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিকই মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মাঠে গড়ালেও বিপিএল স্বস্তিতে নেই বিসিবি। সব ম্যাচ পূর্ব নির্ধারিত সূচিতে মাঠে গড়াবে কি না নিয়েও সংশয় দেখা দিয়েছে

আজ (শুক্রবার) শুরু হয়েছে বিপিএলের অষ্টম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে, বিপিএল বন্ধ করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে সংক্রমণের হার বাড়লে বা ভিন্ন পরিস্থিতি তৈরি হলে বিপিএল চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত পাল্টাতে পারে ক্রিকেট বোর্ড। এমনটি জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক

মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিক বললেন, যেকোনো পরিস্থিতি হলে তো বাধা ধরা কোনো নিয়মের মধ্যে আর থাকব না। আমরা অবশ্যই পরিবেশ পরিস্থিতি দেখে আমাদের সিদ্ধান্ত পাল্টাব। স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ-আলোচনা করে যেটা ভালো হবে সেই সিদ্ধান্ত নেব। পরিস্থিতি খারাপ হলে আমরা সিদ্ধান্ত পাল্টাতে পারি।

সঙ্গে যোগ করেন মল্লিক, এখন ওমিক্রনের যে পরিস্থিতি তাতে স্বস্তি নেওয়ার কোনো অবকাশ নেই। এই যে ম্যাচ কাভার করতে আপনারা (সাংবাদিক) আসছেন, মাঠকর্মীরা কাজ করছেন, বিদেশি খেলোয়াড়, লোকাল খেলোয়াড় কোচিং স্টাফ, তারপরে আমাদের আম্পায়ার সবাই কিন্তু মাঠে। করোনার এই সংক্রমণটা বেড়ে যাওয়ার কারণে আসলে স্বস্তি নেওয়ার কোনো অবকাশ নেই। তবে আমরা সবাই চেষ্টা করছি যেন বিপিএলটা সফলভাবে শেষ করতে পারি।