বুধবার,

২৪ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ঢাকা টেস্টে বোলারদের নৈপন্যে চাপে ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:০১, ১২ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা টেস্টে বোলারদের নৈপন্যে চাপে ওয়েস্ট ইন্ডিজ

ফাইল ছবি

বাংলাদেশ বোলারদের নৈপুন্যে ঢাকা টেস্টে চাপে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ১৪৬ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছে ক্যারিবীয়রা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।

উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।

২১তম ওভারের চতুর্থ বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-স্পিনার তাইজুল ইসলাম। ৩৬ রানে থাকা ক্যাম্পবেলকে আউট করেন তাইজুল। ৬৮ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান ক্যাম্পবেল।
এরপর ব্যাথওয়েট ৪৭, শায়নে মোসলে ৭ ও কাইল মায়ারস ৫ রান করে ফিরেন। তখন দলের স্কোর ৪ উইকেটে ১১৬ রান।

এরপর এনক্রুমার বোনার-জার্মেই ব্লাকউড জুটি বেঁধে বিরতিতে যান। বোনার ৩০ ও ব্লাকউড ১৮ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পেসার আবু জায়েদ ২টি, মিডিয়াম পেসার সৌম্য সরকার-স্পিনার তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।