শনিবার,

১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

মুলারের ভেলকিতে শীর্ষে ফিরলো বায়ার্ন

আকাশ উজ্জামান

প্রকাশিত: ২০:২৩, ২ এপ্রিল ২০২৩

মুলারের ভেলকিতে শীর্ষে ফিরলো বায়ার্ন

ছবিঃ সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো বায়ার্ন মিউনিখ। কোচ হিসেবে টমাস টুখেলের শুরুটা হলো দুর্দান্ত। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। জয়ী দল এগিয়ে যাবে শিরোপার লড়াইয়ে। এমন পরিসংখ্যানে ১৩ মিনিটে ডর্টমুন্ড গোলকিপারের হাস্যকর ভুলে এগিয়ে যায় বাভারিয়ানরা। ৫ মিনিট পরই ব্যবধান বাড়ান থমাস মুলার। বিরতির আগে নিজের জোড়া পূর্ন করে দলকে ৩-০ তে এগিয়ে দেন মুলার। দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্নের শেষ গোলটি আসে কিংসলে কোমানের পা থেকে। পরে দুই গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ডর্টমুন্ড। এর ফলে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো বায়ার্ন। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকছে বরুশিয়া ডর্টমুন্ড।