শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক সাইফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক সাইফ

 চীনের হাংজুতে চলমান ১৯তম এশিয়ান গেমসের জন্য আজ বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে দলটি।

এশিয়ান গেমসের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে চীনের গুয়াংজুতে পুরুষ ইভেন্টে সেরা হয়েছিলো বাংলাদেশ। ২০১৪ ইনচনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ।

সাইফ হাসান নেতৃত্বাধীন দলে আছে  ইতোমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া আফিফ হোসেন, ইয়াসির আলী, পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় এবং অন্যান্য খেলোয়াড়দের।

বাংলাদেশ দল : সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, সুমন খান, জাকের আলি অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।