সোমবার,

০১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৬ ১৪৩২

XFilesBd

আগামী বছর কবি সম্মেলন হবে আন্তর্জাতিক লেখকদের নিয়ে

ছয় বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০৪:৩৭, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৪:৪২, ১ ডিসেম্বর ২০২৫

ছয় বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাচিকশিল্পী অলক পাল। সম্মানিত অতিথির মধ্যে ছিলেন সাবেক সচিব, কবি শাহ সানাউল হক; সিআইডি এর বিশেষ পুলিশ সুপার, কবি মো. মোতাহার হোসেন; বগুড়া ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি তৌফিকুল আলম টিপু; বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু; সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ। 

রহস্য সাহিত্য : মূলধারা থেকে  বিচ্ছিন্ন কেন?’ বিষয়ে শুক্রবার আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক . অখিল পোদ্দার, গল্পকার শিহাব আব্দুল্লাহ, আশরাফুল নয়ন, রেহেনা সুলতানা শিল্পী, মুহম্মদ ফরিদ হাসান।

পুরস্সংকার বিতরণ অনুষ্ঠানে সংঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতি কবি ইসলাম রফিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত ছয় বিশিষ্ট ব্যক্তিকে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত অতিথিরা সনদপত্র ও উত্তরীয় প্রদান করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-

কবিতা: মাসুদার রহমান

কথাসাহিত্য: আনিফ রুবেদ

প্রবন্ধ সাহিত্য: সৈকত হাবিব

শিশু সাহিত্য: হাসনাত আমজাদ

লিটল ম্যাগাজিন সম্পাদনা: জামসেদ ওয়াজেদ

সাংবাদিকতা: সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি

পুরস্কারপ্রাপ্তদের উপর বক্তব্য রাখেন কবি সৌম্য সালেক ও সাংবাদিক মোহন আখন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. এনামুল হক, আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।

এর আগে সম্মেলনের একটি সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিন্দু বিসর্গ সম্পাদক সাবেদ আল সাদ, অনিন্দ্য সম্পাদক হাবীব ওয়াহিদ শিবলী, স্বনন সম্পাদক সুনীল শৈশব, সাম্প্রতিক সম্পাদক আমিরুল বাশার। সঞ্চালক ছিলেন কার্পাস সম্পাদক শফিক আজিজ এবং সভাপতিত্ব করেন ভাষ্কর সম্পাদক পুলিন রায়।

‘আপন বুনন, আপন স্বরায়ন: স্বরচিত কবিতা পাঠ’ পর্বে অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক তাপস রায়, বাবুল আনোয়ার, সাকিব শাকিল, সদ্য সমুজ্জল, রকিব লিখন, ঋজু রেজুয়ান, শিমুল জাবালী, মনজুর রহমান, তুলি রহমান, শামীম পাটোয়ারী, শাহাদত সুজন, হাবিবুল ইসলাম তোতা, রমজান বিন মোজাম্মেল, আশরাফুল নয়ন, অরিন্দম মাহমুদ, ফারজানা জাহান, মোহাম্মদ নাসির, বিশ্বজিৎ দাশ, আুব রায়হান, এস এম আনিছুর রহমান, সিকতা কাজল, অনন্য রাসেল, আমির খসরু সেলিম, শাকিবুল শাকিল, মাহমুদ কাওছার, প্রিয়ম পলাশ, নিরব সাগর, মারুফ আহমদ নয়ন, নুরুল ইসলাম বাবুল, আল আমিন মোহাম্মদ, মানিক বাহার, আব্দুল হাদী, মোঃ ইমদাদুল হক, অদিতি রায়, প্রিয়ংকা ও আমিনুল ইসলাম রনজু রায়।

পুরস্কার প্রদানের পূর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।