
বাংলাদেশ থেকে স্থলপথে আরও কয়েক ধরনের পাটপণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। সোমবার দেশটির বৈদেশিক বাণিজ্য বিভাগ (ডিজিএফটি) জারি করা আদেশে বলা হয়েছে, এসব পণ্য এখন থেকে কেবল মুম্বাইয়ের নভসেবা (জওহরলাল নেহরু) সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নিষিদ্ধ তালিকায় রয়েছে—পাটের ছালা ও কাপড়, তন্তুজাত আঁশ, সূতা, দড়ি বা রশি, বস্তা ও ব্যাগ। এর আগে গত ২৭ জুন নয়টি পাটপণ্যের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত, যেখানে অপরিশোধিত পাট আঁশ ও বিভিন্ন ধরনের বোনা কাপড়ও অন্তর্ভুক্ত ছিল।
ডিজিএফটি জানিয়েছে, নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যাওয়া পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না; তবে বাংলাদেশ থেকে এসব পণ্য নেপাল বা ভুটান হয়ে ভারতে রপ্তানি করা যাবে না।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারক দেশ। ২০২৩ সালে বাংলাদেশ ৯ কোটি ৩৬ লাখ ডলারের পাট ও অন্যান্য টেক্সটাইল ফাইবার ভারতে রপ্তানি করেছে, যার মধ্যে ৬ কোটি ১৮ লাখ ডলারের জুট ইয়ার্ন অন্তর্ভুক্ত।
গত কয়েক মাসে এটি বাংলাদেশের পণ্যের ওপর ভারতের চতুর্থ নিষেধাজ্ঞা। এর আগে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ও ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়েও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ২৯০ কোটি ডলার; এর মধ্যে ভারতের রপ্তানি ১ হাজার ১৪৬ কোটি ডলার এবং আমদানি প্রায় ২০০ কোটি ডলার