শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৭ ১৪৩২

XFilesBd

কাস্টমাইজ ডিজাইন নজর কেড়েছে সব বয়সীদের

তাহামসের নতুন আউটলেট বসুন্ধরা সিটিতে

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৫:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

তাহামসের নতুন আউটলেট বসুন্ধরা সিটিতে

ফটো ক্যাপশন - তাহামসের নতুন আউটলেটের উদ্বোধনে উপস্থিত মডেল ও অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া, নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল

রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করল দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড তাহামস। এটি তাহামসের দ্বিতীয় আউটলেট। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির লেভেল ফাইভের ব্লকে নতুন আউটলেট উদ্বোধন করেন মডেল অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া, নাফিস আহমেদ, পূর্ণিমা বৃষ্টি এবং টনি মাইকেল।

উদ্বোধন উপলক্ষে সপ্তাহজুড়ে তাহামসের বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে ব্রান্ড কর্তৃপক্ষ। এর অন্যতম উদ্যোক্তা ইসরাত সুলতানা তোহফা বলেন, আমাদের কাছ থেকে পাওয়া যাবে যে কোনো সাইজের নান্দনিক কাস্টমাইজড ডিজাইনের টি-শার্ট, পানির বোতল, মগ ফটোফ্রেম।

উল্লেখ্য, ২০২০ সালে অনলাইনে টি-শার্ট বিক্রির মাধ্যমে তাহামসের যাত্রা শুরু। উদ্যোক্তা তোহফা তাঁর স্বামী কম্পিউটার প্রকৌশলী আলোকচিত্রী আশিক আহমেদ এবং কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে উদ্যোগটি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে তাহামস। এখন ব্র্যান্ডটির পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, জিন্সসহ সব বয়সীদের জন্য বিভিন্ন ধরনের পোশাক। বিশেষ করে এর কাস্টমাইজ ডিজাইন ইতোমধ্যে সাড়া ফেলেছে। For more info, please contact: Asad Rassel,01712542633, [email protected]