শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ১১৩৭ টন পণ্য পৌঁছেছে মোংলা বন্দরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৬, ৩ জুলাই ২০২৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ১১৩৭ টন পণ্য পৌঁছেছে মোংলা বন্দরে

 পাবনার ঈশ্বরদী এলাকায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে । আজ রোববার  দুপুরে পানামা পতাকাবাহী জাহাজ এমভি লিবার্টি হারভেস্ট জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে । এর আগে ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে সরাসরি  মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এই জাহাজটি।

 জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআর ওসান ট্রেডার্রে  ব্যবস্থাপক বিপ্লব খান বলেন, জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মেশিনারি রয়েছে। জাহাজ থেকে এ সব পণ্য খালাস করে জেটির  শেডে রাখা হচ্ছে। খালাস শেষে এসব মেশিনারিজ সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে বলে তিনি  জানান।