স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত ২৩৫০০ জন পরিবার কল্যাণ সহকারী, ৪৫০০ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং ৫৭১০ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা দীর্ঘ ২৬ বছর যাবৎ রাজস্ব খাত ভুক্ত হয়েও, চাকুরির মৌলিক অধিকার নিয়োগ বিধি হতে বঞ্চিত। ইতোপূর্বে বিভিন্ন সময়ে নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস পেলেও অদ্যবধি কোনো কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশার প্রেক্ষিতে ২১ নভেম্বর ৬৪ জেলা থেকে আগত নিয়োগবিধি বঞ্চিত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ কেন্দ্রীয় শহীদ মিনার (ঢাকা) প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুক্তা পারভীন বলেন- "নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। আমরা দীর্ঘদিন ধরে নিয়োগবিধি বঞ্চিত। যে পদে চাকরি শুরু সেই পদেই অবসর গ্রহণ। বৈষম্যহীন আজকের এই বাংলাদেশে এ কেমন বৈষম্যের নজির। তাই আমাদের নিয়োগবিধি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এই বৈষম্য নিরসন করা হোক। এ সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় আহবায়ক মোঃ সোহেল হোসেন এবং বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিয়েশনের সভাপতি হামিদা আক্তার রিক্তা উপস্থিত ছিলেন। বিকালে সেখানে এসে উপস্থিত হোন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম, তিনি বলেন "এটি খুবই যৌক্তিক দাবী। এর সাথে কোনো আর্থিক বিষয় সম্পর্কিত নয়,বিধায় এই দাবী বাস্তবায়ন তেমন কঠিন কিছু নয়।"
