দিল্লীর পিতমপুরা সন্দেশ বিহারের শ্রী সনাতন ধর্ম মন্দির অডিটোরিয়ামে আয়োজিত হয়ে গেল পন্ডিত জগদীশ মোহন স্মৃতি সঙ্গীত সমারোহ। গত ২৩ নভেম্বর সঙ্গীত সারিতা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পন্ডিত দিশারী চক্রবর্তীর শততন্ত্রী বীণা। অখিল ভারতীয় গন্ধর্ব মহাবিদ্যালয়ের গুরু রাজেন্দ্র কুমার শর্মার ছাত্র-ছাত্রীগণ শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে স্বাগত সূচনা করে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেয়া হয়। মূল অনুষ্ঠানের শুরুতে শ্রীমতি শাশ্বতী চাভান এর রাগ যামান (খেয়াল) এবং মধুর ভৈরবী উপস্থিত দর্শকদের মনে প্রশান্তি ও গাম্ভীর্যময় পরিবেশ সৃষ্টি করে। বাবা আলাউদ্দিন খাঁয়ের সেনিয়া মাইহার পরম্পরার গুরুদের কাছে পন্ডিত দিশারী বিভিন্ন যন্ত্রে তালিম গ্রহণ করেন। শততন্ত্রী বীণা শিক্ষা পদ্ধতির কোনো প্রামান্য শাস্ত্র না থাকায়, ধ্রুপদী পরম্পরায় স্বকীয় ধারায় গড়ে তোলেন নতুন বাদন শৈলী। শততন্ত্রীবীণার শিক্ষায় তিনি স্ব-শিক্ষিত।

শুরুতেই পন্ডিত দিশারী চক্রবর্তী পরিবেশনা করেন গভীর রাগ বাগেশ্রীর মাধ্যমে। তিনি সেনিয়া ধ্রপদ শৈলীর আলাপ-জোড়-ঝালা উপস্থাপন করেন। পাখাওয়াজে সঙ্গত করেন পন্ডিত মনমোহন নায়ক। ধ্যানমগ্ন উল্টিঝালা, আলাপের আধ্যাত্মিক গভীরতা এবং শততন্ত্রী বীণার মায়াময় ধ্বনিতে সভকক্ষ মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে।
দ্বিতীয় পর্বে উপস্থিত মূখ্য অতিথিদের অনুরোধে শিল্পী পরিবেশন করেন ঐতিহ্যবাহী মসিতখানি গৎ-এ রাগ গুণবতী। শিল্পীর হাতের জাদুর কাঠিতে শততন্ত্রী বীণার তারে নিখুঁত স্বর বিস্তৃতি, কোমল সুরতরঙ্গ ও ধ্যানমগ্ন আবেশ সমগ্র পরিবেশ হয়ে ওঠে শান্ত স্বর্গীয়। এরপর বীণকারি বোল-বাণী, ছন্দ ও লয়কারি। তবলায় নিখুঁত ও শৈল্পিক সঙ্গত করেন শ্রী সপ্তক শর্মা।

চলমান পরিবেশনার দ্রতলয়ে পুনরায় পাখাওয়াজ যুক্ত হয় এবং প্রাণবন্ত ছন্দ-সংলাপ সৃষ্ট হয়। প্রথমবারের মতো শিল্পীত্রয়ের পারস্পরিক সহাবস্থান রোমাঞ্চকর সাওয়াল-জওয়াব পর্বে, উপস্থিত দর্শক-শ্রোতা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। পরিবেশনার শেষ এবং অন্তিম পর্বে ঠোক ঝালা, সিদ্ধ ঝালা ও লড়ি ঝালায় পরিবেশনা তুঙ্গে ওঠে। উপস্থিত পরিবেশ দেবালয়ের শঙ্খধ্বনির মতো পবিত্র পরিসমাপ্তি ঘটে মহিমান্বিত ত্রিপল্লী তিহাই এর মাধ্যমে এবং দর্শক-শ্রোতাগণ দাঁড়িয়ে হৃদয়গ্রাহী দীর্ঘ অভিবাদনে শিল্পীকে সম্মান জানান। মহামান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মান্যবর সঙ্গীত বিশারদ ও প্রধান অতিথি পন্ডিত বিজয় শঙ্কর মিশ্র, অনকোলজি সার্জন ও বিশেষ অতিথি ড. তপস্বিনী প্রধান, উস্তাদ আমজাদ খান, পন্ডিত সুধাকর চাভান প্রমূখ। অনুষ্ঠান শেষে পন্ডিত দিশারী চক্রবর্তীকে বিশেষ ভাবে সম্মাননা ও সংর্ধনা প্রদান করেন প্রধান অতিথি পন্ডিত বিজয় শঙ্কর মিশ্র।

