মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫

|

কার্তিক ১৯ ১৪৩২

XFilesBd

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা। আটক ৫

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০৪:০১, ২৭ জুলাই ২০২৫

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা। আটক ৫

রাজধানীর গুলশানের একটি বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচ যুবক হাতেনাতে ধরা পড়েছেন বলে জানা গেছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির চেষ্টা করেন। আটকের পর তাদের গুলশান থানা হেফাজতে নেওয়া হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, “কিছুদিন আগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সাম্মী আহমেদ পলাতক। তাই তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করেন।” গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা জানান, সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে তারা ওই বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেনগুলশান থানা সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে রিয়াদসহ কয়েকজন সাবেক এক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিছুদিন পর তারা ওই বাসায় আবার গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন।