বুধবার,

১৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩১ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২০১ জন হাসপাতালে 

প্রকাশিত: ০৪:১৩, ১৫ জুন ২০২৩

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২০১ জন হাসপাতালে 

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৭৫ জন এবং ঢাকার বাইরে ২৬ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮০৬ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ৬৬৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১৩৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৩,৮০২ জন। এদের মধ্যে ঢাকায় ২,৯১১ জন এবং ঢাকার বাইরে ৮৯১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ২,৯৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।