মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩২

XFilesBd

ডা. সমর ঘোষের একটি কবিতা- বিপ্লব বহতা নদী

ডা. সমর ঘোষ

প্রকাশিত: ০২:১৬, ২৫ নভেম্বর ২০২৫

ডা. সমর ঘোষের একটি কবিতা- বিপ্লব বহতা নদী

 বিপ্লব বহতা নদী

সমর ঘোষ

বিপ্লব কোন নষ্ট হতচ্ছাড়া ইতিহাস নয়
ইচ্ছা করলেই যা খুশি তাই করে ফেললাম!
বিপ্লব কোন ছেলে খেলা নয়
খেললাম খেললাম খেললাম না!
রক্তে রঞ্জিত হলেই বিপ্লব হয় না
চাই শোষণ মুক্তির দৃঢ় অঙ্গীকার।
বিপ্লব মানে অর্বাচীনতা নয় 
বিপ্লব মানে ভালোবাসার বহতা নদী।

বিপ্লব মানে মৈত্রীর দৃঢ় বন্ধন 
বিপ্লব মানে চেতনার সংস্কৃতি
বিপ্লব মানে অর্থনৈতিক মুক্তি 
বিপ্লব মানে কৃষকের ভাটিয়ালি 
বিপ্লব মানে শ্রমিকের 'আমরা করবো জয়'
বিপ্লব মানে 'আমার সোনার বাংলা'।

বিপ্লব মানে বিন্নি ধানের মোয়া নয়
যা মুখে দিলেই গলে যায়!
বিপ্লব মানে মুক্তাগাছার মন্ডা নয়
যা শুধুই ছানা চিনির রসায়ন!
বিপ্লব মানে টাকশাল নয় 
সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ে তোলা।
বিপ্লব কোনো স্বপ্ন বা আশা নয়
প্রগতির পথে অনিবার্য উত্তরণই বিপ্লব।
বিপ্লব মানে হত্যা-খুন-রাহাজানি নয়
বিপ্লব মানে কৃষ্ণচূড়া, আমার না বলা কথা।

বিপ্লব মানে ভোরের ঘাসফুল 
বিপ্লব মানে সন্ধ্যার কৃষ্ণকলি 
বিপ্লব মানে আকাশে পাখির মেলা 
বিপ্লব মানে জোনাকির স্বাধীনতা 
আলোয় আলোয় অন্ধকারের মুক্তি।

বিপ্লব মানেই গাছেদের নিরন্তর বেড়ে ওঠা
বিপ্লব মানেই দুপুর মনির রক্তিম আভা
বিপ্লব মানেই বকুলের মনমাতানো সুগন্ধি
বিপ্লব মানেই মৌমাছিদের গুনগুন
বিপ্লব মানেই নদীতে শিশুদের জলকেলি 
বিপ্লব মানেই খরশুলার অবিশ্রান্ত সাঁতার।

আমি সেই বিপ্লব চাই
যে বিপ্লব আদিগন্ত সবুজ ক্ষেতে 
কৃষককে ফসলের ত্রাণকর্তা বলতে পারে।
যে বিপ্লব শিল্প কারখানায় প্রশান্তির হাসিতে
শ্রমিককে উৎপাদনের সম্রাট বানায়। 
যে বিপ্লব পরিশ্রান্ত রিক্সাওয়ালাকে 
মানুষ হিসেবে স্বীকৃতি দেয়।
যে বিপ্লব মানুষে মানুষে ভেদাভেদ ভুলে
হাতে হাত রেখে চলে।
যে বিপ্লব সন্ত্রাস নৈরাজ্যের বিসর্জনে 
পাহাড়-নদী-ফুল-পাখি-সমুদ্রের কলধ্বনি।
যে বিপ্লব শোভাময়-সৌন্দর্যময়-প্রেমময় জুঁই-অর্কিড-শাপলা-চন্দ্রমল্লিকা-রজনীগন্ধা।

যে বিপ্লব শুধুমাত্র আমলাদের বেতন বৃদ্ধি করে
যে বিপ্লব বিলাসী গাড়িবহর
যে বিপ্লব চাঁদাবাজের জন্ম দেয়
যে বিপ্লব মব সৃষ্টি করে 
যে বিপ্লব আদিবাসীদের অধিকার দেয় না
যে বিপ্লব সংখ্যালঘুদের শিকড় ছিঁড়ে ফেলে
যে বিপ্লব মেহনতি মানুষের স্বপ্ন নয়
আমি সেই বিপ্লবের কথা বলছি না!

আমি শোষিত-নির্যাতিত-অবহেলিত 
মানুষের বিপ্লবের কথা বলতে চাই।
'দুনিয়া কাঁপানো দশদিন'র কথা বলতে চাই 
আমি সমতার বিপ্লব চাই
আমি আদর্শের বিপ্লব চাই
আমি বৈষম্যহীন সমাজ চাই
আমি সাম্য ও মৈত্রীর বিপ্লব চাই
আমি ভালবাসার বিপ্লব দেখতে চাই
আমি মুক্তিযুদ্ধের বাংলা দেখতে চাই
আমি একাত্তরের চেতনা দেখতে চাই
আমি দিগন্ত বিস্তৃত হলুদ সর্ষে ক্ষেতে-
দুরন্ত বালকের হাতে লাল সবুজ পতাকা চাই।

                                        ২২ জুলাই ২০২৫
                                        ঢাকা 
                                         রাত ৩.২৩