সোমবার,

১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

XFilesBd

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর গুরতর অসুস্থ 

প্রকাশিত: ১৫:০৩, ২৪ মে ২০২৪

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর গুরতর অসুস্থ 

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় ও চট্রগ্রাম রেফারিজ ইউনিয়নের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কর (৯০) গুরতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তিনি বার্ধক্য জনিত নানান জটিল রোগে ভুগছেন। 

বিমল কর স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছাড়াও চট্টগ্রাম খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম রেফারিজ ইউনিয়ন এর সদস্য,  মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া, ওয়ান্ডারাস, রেলওয়ে, ফেনী ও বৃহত্তর নোয়াখালী জেলার সাবেক কৃতি ফুটবলার ও  সিনিয়র রেফারী । বীর মুক্তিযোদ্ধ বিমল কর এর ৪ সন্তান রূপশ্রী, জয়শ্রী, রাজশ্রী ও রাজিব কর তাদের বাবার সুস্থতার জন্য সকলের  নিকট প্রার্থনার আহবান জানিয়েছেন।