
গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেইসাথে দেশব্যাপি সাংবাদিকদের উপর নির্যাতন, খুন ও গুম অব্যাহত রয়েছে। নির্যাতন, খুন ও গুম এর প্রতিবাদে এবং সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত শাস্তি, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে রাজশাহীতে সাংবাদিকতা পেশায় জড়িত সকল সাংবাদিকদের এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সময়মত উপস্থিত হওয়ার জন্য সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।
আহ্বানে
সভাপতি ও সাধারণ সম্পাদক
রাজশাহী সিটি প্রেসক্লাব।
সভাপতি ও সাধারণ সম্পাদক
বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী।