
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ। সংগঠনের দফতর সম্পাদক সুরুজ আলী স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়-গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। নিহত তুহিন দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এমন নৃশংস হত্যাকাণ্ড একটি স্বাধীন দেশে সংবাদমাধ্যমের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। এর মাত্র একদিন আগেই থানার সামনেই হামলার শিকার হন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন। একের পর এক সাংবাদিকের ওপর হামলা ও হত্যার ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এসব ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে, সাংবাদিকরা আজ ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন।
এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এক যুক্ত বিবৃতিতে বলেন, “একটি স্বাধীন রাষ্ট্রে সংবাদকর্মীদের গলা কেটে হত্যা প্রমাণ করে আইনের শাসন কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। সাংবাদিক হত্যার দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না।” বিবৃতিতে আরও বলা হয়, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রও হুমকির মুখে পড়বে। আমরা অবিলম্বে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।” জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা কমিটির পক্ষ থেকেও প্রতিবাদ জানিয়ে সারাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে