শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

সৈয়দা রাশিদা বারীর দু’টি কবিতা

প্রকাশিত: ২৩:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৩

সৈয়দা রাশিদা বারীর দু’টি কবিতা

কুষ্টিয়ার সে প্রান

নিশ্চয়ই করছো ছটপট 
কারণ যাচ্ছে তো রাত কেটে তোমার বুকে না ঘুমালে 
রাত কি আমার কাটে?

কিন্তু সোনা আজ যে আমার 
শুইতে ঘুমুতে মানা
লিখব বসে লালনকে নিয়ে
...তম তিরোধান সুখে।

তোমার কোলে তোমার বুকে 
ঘুম পরিরায় থাক।
মনটা আমার আজকে না হয় ছেউরিয়াতেই যাক।

বুঝছো সোনা চাঁদের কোনা প্রাণের প্রাণ জান।
দুজনে এবার লালন মাজারে শুনতে যাবো গান।

আহা রেগেই গেলে বুঝি?
 রাগলে কি আর হয়?
প্রিয়ার জন্য প্রেমিক জনের
হতেই যে হয় ক্ষয়।

যাক না চলে এ রাত
লিখব বসে সাইজীর কথা
কুষ্টিয়ার সে প্রাণ
বাংলাদেশের জান।।


দূর্গা মা গো 

দুর্গা মা গো দুর্গা মা
ধরি তোর দুটি পা
ঐ হাসিতে সুধা মেলে
যাসনে আমায় ফেলে
তুই যাসনে আমায় রেখে।।

জগতের পরে কত পাপ নিয়ে
তবু বেঁচে থাকি ভরে এ হিয়ে
শুধু তোর এদিনের তরে
তোর আসার অপেক্ষাতে
ওমা রাখ-না আমায় দেখে।।

মা তুই অসুর বিনাশী শক্তি
মা তুই দুর্গতিনাশিনী মুক্তি
দশ প্রহরিণী মা অধরা শক্তি
শত মহিমায় দিয়ে যাস মুক্তি
যা নিই সবি তোর থেকে।।