বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

এখন তিন ভাগে বিভক্ত বিএনপি-জামায়াত : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩

এখন তিন ভাগে বিভক্ত বিএনপি-জামায়াত : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

 বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, বিএনপি-জামায়াত এখন তিন ভাগে বিভক্ত। একটি বেগম খালেদা জিয়ার দল, একটি তারেক জিয়ার দল ও একটি তৃণমূল দল। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশ ছিল একটি সন্ত্রাসের ভূমি। তারা আবারো আগুন সন্ত্রাসের পথ বেছে নিতে চায়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি আজ শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা বাস স্টান্ডে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নসরুল হামিদ বিপু আরো বলেন, জিনজিরা একটি পরিচিত ব্যবসায়ী কর্মস্থল হিসেবে বাংলাদেশ নয়, বিশ্ববাসীর কাছেও পরিচিত। এছাড়া কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসীদের আবাসস্থল ছিল এখন আর কেরানীগঞ্জে কোন সন্ত্রাসী নেই।

আওয়ামীলীগ সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা। আওয়ামীলীগ সরকার নৈরাজ্যে বিশ্বাস করে না, আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা কেরানীগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট উন্নয়নের রোল মডেল করেছি। আমাদের সরকার গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান করে কেরানীগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেছে।
তিনি বলেন, বিএনপি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারাবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে সাধারণ মানুষ আমাদের আবারো  নৌকায় ভোট দিবে।
জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন প্রমুখ।