শনিবার,

১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ জুন ২০২৩

৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারিত

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫টি ওয়ার্ড থেকে প্রথম দিনের কোরবানির শতভাগ পশু বর্জ্য অপসারণ করা হয়েছে।
শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো- ১০(১ম), ৫৩(২য়), ৩৮(৩য়), ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড। 

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাসসকে জানান, কোরবানীর বর্জ্য অপসারনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ হাজার ৩০০ জন পরিচ্ছন্ন কর্মী, ৭৫টি ওয়ার্ডে নিয়োজিত প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৩ হাজার কর্মী এবং পশুর হাটের জন্য ৬৩০ জন বাহিরের শ্রমিকসহ সর্বমোট প্রায় ৮ হাজার ৯৩০ জন পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রয়েছে। 

 কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বর ফোন করে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।