বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

নতুন দুই গান নিয়ে আসছেন বৃষ্টি দোলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ নভেম্বর ২০২২

নতুন দুই গান নিয়ে আসছেন বৃষ্টি দোলা

নতুন দুটি গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বৃষ্টি দোলা। সম্প্রতি নিজের গাওয়া দুটি মৌলিক গানের ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছেন নিজেই। 

গান দুটি হলো- রনক রায়হানের কথা ও সুরে ‘প্রেমের বরশী’ এবং রাসেলের কথা ও সুরে ‘মন শিকারী’। এর সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গান দুটির ভিডিও চিত্র ধারন করেছেন সানি খান এবং  নির্মাণ করেছেন এ বাবুল।  

গান দুটি ও ভিডিও নিয়ে বৃষ্টি দোলা বলেন, প্রথমবারের মতো নিজের গানে নিজেই মডেল হিসেবে কাজ করেছি। ফলে ভালো লাগাটা একটু আলাদা। তাছাড়াও গান দুটো একটু ভিন্ন রকম। আশা করি, আমার নতুন গান দুটি সবার পছন্দ হবে। 

তিনি আরো বলেন, গান নিয়ে অনেক বড়ো পরিকল্পনা আছে। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।  

নির্মাতা এ বাবুল বলেন, সুর ও সংগীত মিলিয়ে বেশ ভালো দুটি গান হয়েছে। কথার সঙ্গে মিল রেখেই গান দুটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। কক্সবাজার সৈকতে বিভিন্ন মনোরম লোকেশনে গান দুটির দৃশ্য ধারণ শেষ করেছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের খুব ভালো লাগবে।