বুধবার,

১৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩১ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

অপরাধ ও ছিনতাইকারীমুক্ত রাজধানী গড়তে পুলিশের অভিযান চলমান থাকবে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২১, ৫ জুলাই ২০২৩

অপরাধ ও ছিনতাইকারীমুক্ত রাজধানী গড়তে পুলিশের অভিযান চলমান থাকবে।

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘রাজধানীকে অপরাধ ও ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের অভিযান চলমান থাকবে। এর জন্য আমাদের যা করা প্রয়োজন, সবই করা হবে। যতো পরিশ্রম করা লাগে আমরা করবো।’

 পুলিশের ডাটাবেজ অনুযায়ী রাজধানীতে প্রায় ৬ হাজার ছিনতাইকারী রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ডাটাবেইজে ছিনতাইকারিদের নাম আছে। আমাদের কাজ হল তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এরপর আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা জামিনে বের হয়ে আসে।’ 

 কমিশনার বলেন, ‘ঈদের আগ থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে।’

 আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিবুল হাসান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। 

 রাজধানীর হাতিরঝিল এলাকায় ছিনতাইকারীর হামলায় রাকিবুল হাসান রানা আহত হন। আহত রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ডিএমপি কমিশনার। তার পরিবারসহ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন কমিশনার। এসময় তিনি সুচিকিৎসার জন্য ডিএমপির পক্ষ থেকে রানার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

 ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিক রানার চিকিৎসার জন্য পুলিশ সার্বক্ষণিক খোঁজ রাখছে। হাসপাতালের ডাক্তারদের অনুরোধ করা হয়েছে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য।

 তিনি বলেন, এ ঘটনায় জড়িত ছিলো তিনজন ছিনতাইকারী। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। পলাতককেও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। তিনি বলেন, সাংবাদিক রানার উপর হামলাকারী গ্রেফতারকৃত দু’জনের মধ্যে একজন হল পাঠাও চালক ও অপরজন ইলিক্ট্রিসিয়ান। তারা নিজেদের পেশার পাশাপাশি ছিনতাইয়ের কাজে জড়িত।

 ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ: মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩০ জুন দিবাগত রাত অনুমান ২টায় হাতিরঝিল এলাকায় ইন্ডিপেন্ডেন্ট টিভির দু’জন সাংবাদিক ছিনতাইকারীর কবলে পড়েন। তাদের মধ্যে সাংবাদিক রাকিবুল হাসান রানা ছিনতাইকারীর হাতে গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।