শুক্রবার,

০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলায় তিন মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪১, ১৭ আগস্ট ২০২৩

পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলায় তিন মামলা

 চট্টগ্রামে একাত্তরের যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদ-প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অতর্কিত হামলা চালানো ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে গ্রেপ্তারকৃত ৪৮ জনসহ প্রায় ৩শ’ জনকে আসামি করা হয়েছে।

 ঘটনার সময় আটককৃতদের বুধবার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে পাঠানোর আবেদন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  এরআগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশের পক্ষ থেকে নগরের খুলশী থানায় একটি এবং কোতোয়ালী থানায় দুটি মামলা করা হয়।

 খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াত ও শিবিরের বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়।

 এদিকে, কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, ‘মঙ্গলবার (১৫ আগস্ট) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ৪০ ও মহানগর জামায়াতের আমীর মো. শাহজাহানসহ পলাতক ২৫ জনসহ অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

 এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে নগরের কাজীর দেউড়ি মোড় এলাকায় সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করে পুলিশ। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুমতি বিহীন সাঈদীর গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশ জমিয়তুল ফালাহর প্রধান গেট আটকে দিলে নেতাকর্মীদের সঙ্গে বাকবিত-ার ঘটনা ঘটে, এসময় পুলিশের ওপর হামলা চালায় তারা, এরপর ধাওয়া পাল্টা ও সংঘর্ষের সূত্রপাত হয়।