শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

শাবিপ্রবি শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৩, ২৩ জানুয়ারি ২০২২

শাবিপ্রবি শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে মৌন মিছিল

(ছবি:সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মিছিলটি ক্যাম্পাসের গোলচত্বর থেকে শুরু হয়ে চেতনা একাত্তর হয়ে পুনরায় গোলচত্বরে শেষ হয়

সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান আমরণ অনশনের আজ চতুর্থ দিন। এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। এখনো উপাচার্যের বাসভবনের সামনে অনশনে আছেন আটজন। আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে গেলেও প্রশাসন এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না। যার ফলে তারা বাধ্য হয়ে কাফনের কাপড় পরে মৌন মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন

উল্লেখ, গত ১৩ জানুয়ারি রাত ৮টা থেকে অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। কিন্তু গত ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখালে তাদের ওপর পুলিশি হামলার পর এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নেয়