
মেঘ তুমি রোদ্দুর হও
- ড. অখিল পোদ্দার
পাখিটা উড়তে উড়তে আকাশ হয়ে গেলো
বারোমাসি নদীর জল টুপটাপ
ওপাশে ধানখেত, স্নিগ্ধ পরাণ
আধখানা রোদ্দুর-
দুয়ে মিলে পাখির দল এনেছে গোধুলি
বাতাসে ফসল হানি, চৈতালি মেঘ
সহসা হয়ে গেলো নিরাক দুপুর
আমি ঝরাপাতা, উড়ন্ত ডানা যেমন নিরাক মেদুর ;;
বসন্তপাখি এসো, সাঁঝের তারা
মাঠের শেষে ছিল নীলে ভরা মেঘ
আপনা আপনি চিনে বাতাসের বেগ
পাখিরা উড়ে গেলো আকাশ ওপারে
বসন্ত দিন শেষে তারা ভরা রাতে
স্নান গড়িয়ে পড়ে বিন্দুতে ঘাস
পাখিটা মিশে গেলো ওপারে আকাশ ;
(23 March 2025 Pukurpar Dhaka)