মঙ্গলবার,

২৬ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

অখিল কুমার পোদ্দারের কবিতা- মেঘ তুমি রোদ্দুর হও

ড. অখিল পোদ্দার (Dr. Akhil Podder)

প্রকাশিত: ০৪:২৯, ১১ আগস্ট ২০২৫

অখিল কুমার পোদ্দারের কবিতা- মেঘ তুমি রোদ্দুর হও

মেঘ তুমি রোদ্দুর হও

- ড. অখিল পোদ্দার

 

পাখিটা উড়তে উড়তে আকাশ হয়ে গেলো

বারোমাসি নদীর জল টুপটাপ

ওপাশে ধানখেত, স্নিগ্ধ পরাণ

আধখানা রোদ্দুর-

দুয়ে মিলে পাখির দল এনেছে গোধুলি

বাতাসে ফসল হানি, চৈতালি মেঘ

সহসা হয়ে গেলো নিরাক দুপুর

আমি ঝরাপাতা, উড়ন্ত ডানা যেমন নিরাক মেদুর ;;

বসন্তপাখি এসো, সাঁঝের তারা

মাঠের শেষে ছিল নীলে ভরা মেঘ

আপনা আপনি চিনে বাতাসের বেগ

পাখিরা উড়ে গেলো আকাশ ওপারে

বসন্ত দিন শেষে তারা ভরা রাতে

স্নান গড়িয়ে পড়ে বিন্দুতে ঘাস

পাখিটা মিশে গেলো ওপারে আকাশ ;

(23 March 2025 Pukurpar Dhaka)