শুক্রবার,

১৩ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে

প্রকাশিত: ০৪:১৩, ৪ আগস্ট ২০২৩

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য আগামী সেপ্টেম্বর-এ নিউ ইয়র্ক-এর হিলটন মিড টাউন হোটেল-এ ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ- বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই মেলার আয়োজন করতে যাচ্ছে। এই মেলাটি ২২ সেপ্টেম্বর, ২০২৩ থেকে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত ‘বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’পাশাপাশি অনুষ্ঠিত হবে।  

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা এই মেলায় অংশগ্রহণ করবে। তিনি বলেন, অনুষ্ঠানে সেরা ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে এবং সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কার দেওয়া হবে। মেলায় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানি অংশ নেবে বলেও জানান তিনি।

এই মেলায় শীর্ষ ৩টি মানি এক্সচেঞ্জ কোম্পানি/রেমিট্যান্স চ্যানেল পার্টনারদের পুরস্কৃত করা হবে, তিনি যোগ করেন। তিনি উল্লেখ করেন, অংশগ্রহণকারী রেমিট্যান্স যোদ্ধাদের  নিয়ে একটি নেটওয়ার্কে লাঞ্চ এরও আয়োজন করা হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোই আমাদের লক্ষ্য। 

’বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ‘ রেমিট্যান্স ও অর্থ ট্রান্সফারের সাথে জড়িত কোম্পানীগুলোর তাদের পণ্যগুলো সুনির্দিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার একটি প্লাটফর্ম হবে এই মেলা তিনি জানান।