
পাকিস্তানের (Pakistan) শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের লাগাতার যুদ্ধ ও পারমাণবিক হামলার হুমকির মাঝেই ইসলামাবাদ (Islamabad) ভারতের কাছে ফের সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) পুনর্বহালের দাবি তুলেছে।
ভারত (India) মে মাস থেকে এই চুক্তি কার্যত স্থগিত রেখেছে জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Jammu Kashmir Pahalgam Attack) পর। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের দাবি, তারা চুক্তির পূর্ণ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং ৮ অগস্টে আন্তর্জাতিক সালিশি আদালতের দেওয়া ব্যাখ্যাকে স্বাগত জানিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, ভারত পশ্চিম দিকের তিন নদী চেনাব, ঝিলম ও সিন্ধু নিয়ে নতুন জলবিদ্যুৎ প্রকল্পে চুক্তির শর্ত লঙ্ঘন করছে। আদালতের রায়ে বলা হয়েছে, ভারতকে ওই নদীগুলির জল পাকিস্তানের 'অবাধ ব্যবহারের' জন্য রাখতে হবে। পাকিস্তানের দাবি, ভারতকে চুক্তির নির্দিষ্ট শর্ত মেনে কাজ করতে হবে।
নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, তারা এই সালিশি প্রক্রিয়া স্বীকৃতি দেয় না। গত ২২ এপ্রিলের জঙ্গি হামলা যার জন্য তাঁরা পাকিস্তানকে দায়ী করেছে, সেই প্রেক্ষিতে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে। প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, প্রয়োজনে ছয়টি নদী ফেরত পেতে যুদ্ধের জন্য প্রস্তুত তাঁরা। প্রসঙ্গত, একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সরাসরি পারমাণবিক হামলার হুমকি দেন। কিন্তু ভারত কোনও কিছুতেই কোনও পাত্তা দেয়নি।