শনিবার,

২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

হ্যানয়ের একটি বহুতল ভবনে আগুনে ১৪ জন নিহত

প্রকাশিত: ১২:১৪, ২৪ মে ২০২৪

হ্যানয়ের একটি বহুতল ভবনে আগুনে ১৪ জন নিহত

হ্যানয়ের মধ্যাঞ্চলে শুক্রবার ভোরে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়লে ১৪ জন নিহত এবং অপর তিনজন আহত হয়। পুলিশ এই খবর জানায়।

ভিয়েতনামের রাজধানীর ঘনবসতিপূর্ণ কাউ গিয়া জেলার একটি ভবনে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। এই সময় কালো ধোঁয়ার কুন্ডলি এবং বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১৪ জনের প্রাণহানি হয়। এই জেলাটিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
উদ্ধারকর্মীরা দ্রুত ভবনের ভিতরে প্রবেশ করে দরজা-জানালা ভেঙ্গে আটকে পড়া ৭ জনকে উদ্ধার করে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘আতশবাজির মতো’ বিস্ফোরণের এবং ভবনের বসবাসকারীদের আত্মচিৎকারের শব্দ শোনা গেছে।
হ্যানয়ের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের আঙিনায় রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল, বৈদ্যুতিক বাইসাইকেল এবং বাইসাইকেল পুড়ে ধ্বংস হয়ে গেছে।’

রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং উদ্ধার কর্মীরা ভবন থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করে।
আহত তিনজনকে নিকটস্থ একটি হাসপাতালে জরুরী চিকিৎসা দেওয়া হয়।