শনিবার,

১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৬, ২৪ জুলাই ২০২৩

টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো পাকিস্তান

 টানা দ্বিতীয়বারের মত ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতলো পাকিস্তান ‘এ’ দল।

 পঞ্চম আসরের ফাইনালে আজ পাকিস্তান ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিন্দ্বন্দি ভারত ‘এ’ দলকে। গ্রুপ পর্বে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো পাকিস্তান।

 এর আগে ২০১৯ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত  সর্বশেষ আসরের শিরোপা জিতেছিলো পাকিস্তান। ইমার্জিং এশিয়া কাপের পাঁচ আসরের মধ্যে সর্বোচ্চ দু’বার করে শিরোপা জয়ের নজির গড়লো  শ্রীলংকা ও  পাকিস্তান। একবার শিরোপা জিতেছে ভারত।

 কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে তায়েব তাহিরের সেঞ্চুরি ও অন্য দুই ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। তাহির ৭১ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ১০৮ রান করেন । এছাড়া সায়েম আইয়ুব ৫৯ ও শাহিবজাদা ফারহান ৬৫ রান করেন।

 জবাবে পাকিস্তানের বোলিং তোপে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক শর্মা। পাকিস্তানের হয়ে বাঁ-হাতি স্পিনার সুফিয়ান মুকিম ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন তাহির।

 সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানে হেরে এবারের টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ ‘এ’ দল।