বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বরগুনায় বড়শিতে ধরা পড়ল ২৯ কেজির পাঙ্গাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বরগুনায় বড়শিতে ধরা পড়ল ২৯ কেজির পাঙ্গাশ

ছবি: সংগৃহিত

বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদীতে জেলের বড়শিতে ২৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ ধরা পড়েছে। মাছটি এক হাজার টাকা কেজি দরে ২৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার ভোর ৬টার দিকে পদ্মা গ্রামের ওই জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি এক নজর দেখতে বাজারে উৎসুক জনতা ভিড় করেছেন বলে জানা গেছে।

জানা যায়, ভোর ৪টার দিকে নদীতে বড়শি ফেলে বাড়ি ফিরে আসেন জেলে কবীর মিয়া। ভোর ৬টার দিকে গিয়ে দেখেন, তার বড়শিতে বিশাল একটি মাছ আটকা পড়েছে।

ওই মাছটি ইউনুস নামের এক ব্যবসায়ী পাইকারিতে পাথরঘাটা বাজারে এক হাজার টাকা কেজি দরে ক্রয় করেছেন।

মাছ ব্যবসায়ী স্থানীয় ইউনুস মিয়া জানান, ২৯ কেজি ওজনের একটি পাঙ্গাশ এক হাজার টাকা কেজি দরে ২৯ হাজার টাকায় কিনেছি। মাছটি কেটে আরও বেশি দরে বিক্রি করবেন বলে জানান তিনি।