
www.xfilesbd.com(ছবি:সংগৃহীত)
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির তালিকায় যুক্ত হয়েছে দেশের আরও ১০ জেলা। এ নিয়ে বর্তমানে দেশের ১২টি জেলাকে করোনার রেড জোন ঘোষণা করা হয়েছে। এর আগে এই তালিকায় ছিল ঢাকা আর রাঙামাটি জেলা। এছাড়াও মধ্যম ঝুঁকিতে রয়েছে দেশের আরও ৩২টি জেলা।
বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, উচ্চ ঝুঁকিতে থাকা ১২ জেলা হলো- ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়।
মধ্যম ঝুঁকিতে থাকা ৩২ জেলা হলো- সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদাহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও।