ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন। ব্লকটির শীর্ষ কূটনীতিকের সাথে ফোনালাপের পর তিনি এ আহ্বান জানালেন।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্পরিক স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কোন্নয়নকে স্বাগত জানায়।’
খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ইইউ ও ইরানের মধ্যে সম্পর্কে অবনতি ঘটতে দেখা যায়। ইরান তাদের পারমাণবিক তৎপরতার লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়া, ফিলিস্তিনি গ্রুপ হামাসকে সমর্থন করা, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান গ্রহণ এবং মানবাধিকার লঙ্ঘন করে চলায় ইউরোপীয় ইউনিয়ন তেহরানকে দায়ী করে।
আরাঘচি আরো বলেন,সম্পর্কোন্নয়নের জন্য এ দুই পক্ষের মধ্যে সংলাপের এবং ইউরোপীয় দেশগুলোর বিপথগামী নীতির সংশোধন প্রয়োজন।