শনিবার,

০৪ মে ২০২৪

|

বৈশাখ ২০ ১৪৩১

XFilesBd

শিরোনাম

হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বিনামূল্যে ধানবীজ পাচ্ছেন ২২ হাজার কৃষক

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত: ০৬:১৮, ২৮ নভেম্বর ২০২২

বিনামূল্যে ধানবীজ পাচ্ছেন ২২ হাজার কৃষক

নড়াইলে আসন্ন বোরো মৌসুমে বিনামূল্যে ৮০০ মেট্রিক টন উন্নতমানের ধানবীজ পাচ্ছেন ২২ হাজার কৃষক। এ থেকে চাষিদের অতিরিক্ত ৫০ কোটিরও বেশি টাকা আয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে রোববার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপরই ধারাবাহিকভাবে ২২ হাজারের মধ্যে তিন উপজেলার মোট ৭ হাজার কৃষকের মধ্যে রোববার এ বীজ ও সার বিতরণ করা হয়।

জানা গেছে, ধানের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাষিদের লাভবান করতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বীজের পাশাপাশি সারও দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক দীপক কুমার রায় জানান, ধানের উৎপাদন বাড়ানোসহ চাষিদের লাভবান করার লক্ষ্যে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ১০ হাজার চাষিকে দুই কেজি করে হাইব্রিড ও ১২ হাজার কৃষককে ৫ কেজি করে উফশি (উচ্চ ফলনশীল) ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে। এ থেকে চাষিদের অতিরিক্ত ৫০ কোটিরও বেশি টাকা আয় হবে বলে ধারণা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান ছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।