মঙ্গলবার,

২৬ আগস্ট ২০২৫

|

ভাদ্র ১১ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

ভিন্ন এক সম্প্রীতির জানান দিতে চায় আয়োজকেরা

তিথি অনুসারে দুর্গাপূজা হবে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে। বর্নিল আয়োজনে মাতবে বাঙালি

বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক

প্রকাশিত: ০৩:৫৪, ১২ আগস্ট ২০২৫

তিথি অনুসারে দুর্গাপূজা হবে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে। বর্নিল আয়োজনে মাতবে বাঙালি

আগামী ১ ও ২ অক্টোবর নিউ ইর্য়কের বিখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজা করতে চলেছে  টাইমস  স্কয়ার দুর্গা উৎসব এসোসিয়েশন । গত ১০ই আগস্ট সন্ধ্যায় নিউ ইর্য়কের জ‍্যাকসন হাইটসে আয়োজিত মিট দ‍্যা প্রেস অনুষ্ঠানে উপরোক্ত ঘোষণা দেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক। টাইমস স্কয়ারে তিথি অনুযায়ী এই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন  প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক ছাড়াও সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাসগুপ্ত, উপদেষ্টা সদস্য মিলন আওন ও নির্মল পাল।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীয়াঙ্কা বসাক। টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে (লাল সিঁড়ির পাশে) পূজার থিম ও মণ্ডপ নির্মাণ করছেন কলকাতার থিম পূজার পথিকৃতেরা, আর টাইমস স্কোয়ারে গড়ে তোলা হবে কলকাতার ম্যাডক্স স্কোয়ার ও ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের আবহ।
কলকাতার কুমারটুলির খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল নির্মিত একটি নতুন প্রতিমা আসছে পূজার জন্য। এই উৎসবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ, এবং নবরাত্রির অন্যান্য রীতি-অনুষ্ঠানের পাশাপাশি কলকাতা ও ঢাকার শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনা থাকছে। এই আন্তর্জাতিক দুর্গা উৎসবে অংশগ্রহণ করবেন বিশ্বের নানা প্রান্তের বাঙালিরা, এবং অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সাংবাদিক সম্মেলনে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনের আয়োজক সংগঠন সিএবি এবং বাংলাদেশের বেদান্ত সোসাইটি সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি টাইমস স্কয়ার দুর্গোৎসবে সহযোগিতা করার ঘোষণা দেন ।