শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

XFilesBd

শিরোনাম

যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

২০ হাজার মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৭, ১৯ জুন ২০২৩

আপডেট: ০৯:১৮, ১৯ জুন ২০২৩

২০ হাজার মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করবে সরকার

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সরকার ২০ হাজার শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন করবে।

 তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. হাবিব হাসানের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘শহীদ ও অন্যান্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়নের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ‘শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় ২০,০০০ (বিশ হাজার সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন করা হবে।’

 মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ‘মুক্তিযুদ্ধকালীন উল্লেখযোগ্য সম্মুখ সমরের স্থান গুলো সংরক্ষন ও উন্নয়ন’শীর্ষক বাস্তবায়িত প্রকল্পের আওতায় ১৩টি সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সমুখ সমরের স্থান গুলো সংরক্ষণ করা হচ্ছে।