
একের পর এক কারিশমা দেখাচ্ছেন গুলশান থানার ওসি। বিরোধীপক্ষ ও সন্ত্রাসদমনে তিনি এখন রাজধানীর সেরা। যে কারণে একের পর তাঁর পালকে যুক্ত হচ্ছে সার্থকতার নানা উপাথি। ইতোমধ্যে সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এতে করে তিনি আবারও আলোচনায় এসেছেন। ২৩ সেপ্টেম্বর রাতে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ তথ্য সাংবাদিকদের জানান গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। হাফিজুর রহমান আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আইনি অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
হাজেরা খাতুন ২০১৩ সালে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০২২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৮ ও ২০১৮ সালে সাধারণ সম্পাদক ছিলেন। ২০০২ সালে গুলশান থানা মহিলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন। উল্লেখ্য, গুলশানের আগে উত্তরা থানায় ওসির দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানেও ভূঁয়সী প্রশংসা অর্জন করেছেন হাফিজ। নির্বাচিত হয়েছিলেন ডিএমপির সেরা ওসি।