শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৭ ১৪৩২

XFilesBd

রাজনীতিক কর্মীদের সহযোদ্ধা ভাবতে হবে, কর্মচারী নয়-মেরিল্যান্ডের বাঙালি নেতা নয়ন বাংগালী

ওয়াশিংটন সংবাদদাতা

প্রকাশিত: ০৩:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৪:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রাজনীতিক কর্মীদের সহযোদ্ধা ভাবতে হবে, কর্মচারী নয়-মেরিল্যান্ডের বাঙালি নেতা নয়ন বাংগালী

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যাণ্ড শাখা। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে ৩১ দফা সাধারণের কাছে উপাস্থাপন করা হয়। মেরিল্যাণ্ডের সাধারণ সম্পাদক মোহাম্মাদ কাজলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন পল্লীকবি জসীম উদদীনের মেয়ে তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও  বিশিষ্ট রাজনীতিক ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ। সময়োপযোগী, বিশ্লেষণধর্মী ও সাহসী বক্তব্য দিয়ে উপস্থিত জনতার নজর কাড়েন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সমাজকর্ম গবেষক, ওয়াশিংটনভিত্তিক পলিটিক্যাল থিংক ট্যাংকের নির্বাহী প্রধান গোলাম রব্বানী নয়ন বাংগালী। উল্লেখ্য গোলাম রাব্বানী নয়ন বাঙ্গালী হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। যিনি বহুল প্রশংসিত প্রতিষ্ঠান স্কুল অব লিডারশিপের সভাপতি।

বাংলাদেশের এ ক্রান্তিকালে রাজনীতিকদের ভূমিকা কী হওয়া উচিত সে সম্পর্কে বিভিন্ন স্তরের পেশাজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিটি কাউন্টির প্রতিনিধিরা দলে দলে অংশগ্রহণ করে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে কথা বলেন তাঁরা।

প্রধান বক্তা নয়ন বাংগালী তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা থেকে খালেদা জিয়ার ভিশন ২০৩০ দেশকে এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে। ৩১ দফা এখন রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো। তবে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চাই নেতা কর্মীদের নিবিড় যোগাযোগ ও একে অন্যের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয়। নেতা কর্মীরা হবেন একে অন্যের পরিপূরক শক্তি কর্মচারী নয়।

মেরিল্যাণ্ড বিএনপির সভাপতি সাহেদ খান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মোহন খান , নারায়নগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি এ টি এম কামাল, বিশিষ্ট সমাজকর্মী স্কুল অফ লিডারশিপের পরিচালক স্বপন বিশ্বাস প্রমূখ।