সোমবার,

২০ মে ২০২৪

|

জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

XFilesBd

শিরোনাম

হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

 খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ৩ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছেন।

 আজ শুক্রবার (২রা সেপ্টেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অংথোই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে ও ওই এলাকার বাসিন্দা ছিলেন। অংথোই মারমা দীর্ঘদিন ধরে সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন।

ইউপিডিএফের একটি সূত্র নিহতের বিষয়টি তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার সকালে অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ানপাড়া নামের স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।

ইউপিডিএফ এ ঘটনার জন্য নব্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের আইনরে আওতায় আনার দাবী জানিয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে লাশের সুরতহাল করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’