মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ৩১ ১৪৩২

XFilesBd

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০৩, ৩ জুন ২০২১

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৯৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে।

বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন মারা যান।

মৃত ৩৪ জনের মধ্যে বিশোর্ধ তিনজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ ১৮ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম পাঁচজন, রাজশাহী পাঁচজন, খুলনা পাঁচজন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।