বুধবার,

২২ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৬ ১৪৩২

XFilesBd

যাত্রী ধর্ষণের অভিযোগে বাস কাউন্টারের দুই কর্মচারী গ্রেপ্তার

 লালমনিরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ০৩:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২২

যাত্রী ধর্ষণের অভিযোগে বাস কাউন্টারের দুই কর্মচারী গ্রেপ্তার

লালমনিরহাটে এক কিশোরী যাত্রীকে ধর্ষণের অভিযোগে নাবিল পরিবহনের দুই কাউন্টার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাবলু মিয়া ও তসলিম মিয়া। 

জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরী জেলার হাতিবান্ধা থানার বাসিন্দা। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। 

আরও পড়ুন: নওগাঁয় ২১ ঘণ্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গত ১ সেপ্টেম্বর প্রতিবেশী দুলাভাইয়ের সাথে নাবিল পরিবহণের কাউন্টারে যান ওই কিশোরী। সেখানে গিয়ে ধর্ষণের শিকার হন তিনি। 

এ ঘটনায় বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে দুইজনকে পুলিশ আটক করে। পরে মামলা নথিভুক্ত হলে তাদেরকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়।