শনিবার,

১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

XFilesBd

ব্রেকিং

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ-উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মোট বাজেট -৭,৯০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা-৫,৬৪,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি -২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬%) জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা-৫

হরতাল অবরোধের প্রতিবাদে রাজপথে আমারা মুক্তিযোদ্ধার সন্তান।

প্রকাশিত: ০৬:০২, ২১ নভেম্বর ২০২৩

হরতাল অবরোধের প্রতিবাদে রাজপথে আমারা মুক্তিযোদ্ধার সন্তান।

গুলিস্তান পল্টন এলাকায় হরতাল অবরোধের বিরুদ্ধে  মিছিল করে  আমরা মুক্তিযোদ্ধার সন্তান  ঢাকা মহানগর  দক্ষিণ। 

আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা  মহানগর দক্ষিণ এর  সিনিয়র সহ সভাপতি  মো জাহাঙ্গীর  আলম মিলন এর  সভাপতিত্বে ও  সাধারণ  সম্পাদক  মোঃ  আব্দুল্লাহ মমিন  এর পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি   মোঃ হুমায়ুন কবির প্রধান  বক্তা হিসেবে বক্তব্য রাখেন  আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন । বক্তব্য রাখেন  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  রুবিনা ইয়াসমিন অন্তরা ঢাকা  জেলার  সভাপতি সানোয়ার রাসেল। মহানগর দক্ষিণ  সাংগঠনিক সম্পাদক  হাছান গাজী । কেরানিগঞ্জে  সভাপতি  মো  হৃদয়  আহমেদ । মহানগর দক্ষিণ  শাহ লিটন। মো সোহাইল আহমেদ । মানিক সাহা।প্রমুখ  বক্তব্য  রাখেন । 

বক্তব্য  বলেন হরতাল অবরোধ  দিয়ে রাস্তায়  থাকেনা আবার তারাই নাকি শেখ  হাসিনার পতন করতে চায়। বক্তারা বলেন দ্বাদশ  সংসদ নির্বাচনের জন্য  প্রস্তুতি  নিয়ে  মহান জাতীয়  সংসদে গিয়ে আপনাদের  দাবি উপস্থাপন  করেন আন্দোলন  করে  শেখ  হাসিনা সরকার  এর পতন করতে  পারবেনা। বক্তারা বিএনপি  ও তাদের স্বজনদের উদ্দেশ্য  বলেন আপনারা ২০১৪, ২০১৮ তে পারেন নাই  ২০২৪ এর ৭ জানুয়ারি  নির্বাচন  ও প্রতিহত করতে  পারবেনা ইনশাআল্লাহ  আবারও  প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন মাননীয়  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।