মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৮ ১৪৩২

XFilesBd

পার

মাহমুদ হাফিজ

প্রকাশিত: ১৩:১৫, ৪ অক্টোবর ২০২৪

পার

পার।

মাহমুদ হাফিজ

স্বজনদের মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সম্মুখে  
প্রতীক্ষায় বসে থাকি আমি

চারপাশে  দুনিয়াদারির কুহক ও কোলাহল 
প্রাণান্ত লালসার জিহ্বারা ফেলেছে খেয়ে কাল
ধনান্ধদের আরো চাই 
সম্পদ ও ক্ষমতা, দম্ভ ও দাপট 

তাকে বাড়তে দাও, যে বাড়ে বাড়ুক
সম্পদের পাহাড় তার খাড়াখাড়ি দিগন্ত ছুঁক
কারুনের মতো বসে যদি গোণে সে গুনুক

আমি আনমনে হাসি 
উৎকর্ণ বসে থাকি ‘আলমে বারজাখ’তীরে-
কখন আসবে ডাক অনন্ত পাড়ির…..

পারের কাঙাল আমি
 নির্মোহ বসে ঠায় ভবনদী পারে।