বাংলাদেশের প্রখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব, সাংবাদিক, কবি ও গবেষক ড. অখিল পোদ্দারের পিতার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শ্রাদ্ধ পরবর্তী মধ্যাহ্ন ভোজ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দেশের বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, কুষ্টিয়া জেলার সাংবাদিকবৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও সাধু মহাজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক সাংবাদিক অখিল পোদ্দারের জ্যেষ্ঠ ভাই ডা. অসীম পোদ্দার উপস্থিত ব্যক্তিবৃন্দের কাছে তাঁর বাবার জন্য দোয়া ও ভালোবাসা প্রার্থনা করে বলেন, মৃত্যুকালে তিনি অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। যাদের বৃহত্তম অংশ শেষকৃত্য আনুষ্ঠানিকতায় অংশ নেন।
উল্লেখ্য, একুশে টেলিভিশনের প্রাক্তন প্রধান বার্তা সম্পাদক ও অনুসন্ধানী পত্রিকা এক্সফাইলস এর প্রকাশক ও প্রধান সম্পাদক ড. অখিল পোদ্দারের বাবা অমল কৃষ্ণ পোদ্দার গত ১ নভেম্বর পরলোকগমন করেন। কুষ্টিয়ার খোকসা উপজেলার বরইচারা গ্রামে নিজ বাডিতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৯।
কিছৃদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে টানা চিকিৎসার পর তাঁর ইচ্ছেতে গ্রামের বাড়িতেই ছিলেন। তাঁর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্কুল অফ হিউম্যানিজম, বাউল সাধক আমদ আলী সাঁইজী সেবা সংঘসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় । মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাউল সাধক আমদ আলী সাঁইজী সেবা সংঘের সভাপতি বৈষ্ণব আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক সাধু মহাজন মিলন ঘোষ বলেন, ড. অখিল পোদ্দারের পিতা অমল কৃষ্ণ পোদ্দার ছিলেন একজন সাধু ও সুফি ঘরানার মানবতাবাদী। যিনি তাঁর সাংসারিক কর্মের পাশাপাশি সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। মানবতাবাদী সমাজ গড়তে তাঁর অবদান আমাদের সংগঠন আজীবন তাঁকে স্মরণ রাখবে।
