রোববার,

১৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৪ ১৪৩২

XFilesBd

বরগুনায় নিম্নচাপে পানি বৃদ্ধি পেয়ে সড়ক ও বাঁধ ক্ষতিগ্রস্ত

বরগুনা প্রতিনিধি:

প্রকাশিত: ২২:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২২

বরগুনায় নিম্নচাপে পানি বৃদ্ধি পেয়ে সড়ক ও বাঁধ ক্ষতিগ্রস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ৪ দিনের অতি বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের ফলে বিষখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীপাড়ের সড়ক ভেঙে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কৃষকরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে।

গত মঙ্গলবার রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুরনো বেড়িবাঁধের ওপর নির্মিত গ্রামীণ সড়ক ২টির পয়েন্টে ভেঙে যায়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের বিভিন্ন অংশ। পানি ঢুকে লোকালয় প্লাবিত হচ্ছে। বাঁধ ভেঙে নদীর পানি ধানক্ষেতে প্রবেশ করে আমনের বীজতলার ও পাকা ইরি ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ভেসে গেছে কয়েকটি মাছের ঘেরও।

এদিকে বামনা উপজেলার বেড়িবাঁধের ওপর নির্মিত স্লুইস গেটের ওপর থেকে মাটি সরে গিয়ে নদী থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে চেঁচান, বেবাজিয়াখালী, কালিকাবাড়ী গ্রামে। সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য ঘেরের।

এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কার করা হবে।